চুনারুঘাটে এক বৃদ্ধাকে কুপিয়েছে প্রতিপক্ষরা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 9 May 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে এক বৃদ্ধাকে কুপিয়েছে প্রতিপক্ষরা

Link Copied!

ফরিদ উদ্দিন মাসউদ  :  চুনারুঘাট উপজেলার কালিশিরী গ্রামের এক অসহায় বৃদ্ধা মহিলাকে মারধর করে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকেরা । আহত মহিলার নাম সাফিয়া আক্তার( ৪৫)। শুক্রবার (৮মে) এই ঘটনা ঘটে। স্থানীয় ব্যক্তিরা আহত মহিলাকে চুনারুঘাট সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্য রত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার নির্দেশ দেন। একই গ্রামের মোঃ রহমত আলীর দুই পূত্র মোঃ আক্তার মিয়া ও মোঃ আনসার মিয়ার সাথে দীর্ঘদিন ধরে রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল ওই বৃদ্ধ মহিলার।

ছবি : হাসপাতালে আহত হয়ে কাতরাচ্ছেন বৃদ্ধা

আহত মহিলা জানান, আমার কাঁচা  রাস্তায় তারা গাড়ি নিয়ে আসা যাওয়া করায় আমি বাধা প্রদান করি।  একপর্যায়ে তারা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আমার উপর হামলা চালায়। হামলায় আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে শুনেছি স্থানীয় কিছু লোক আমাকে হাসপাতালে নিয়ে  আসে। আমি তাদের বিচার চাই।