ঢাকাFriday , 30 August 2024
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে একদিনে দু ব্যক্তির লাশ উদ্ধার

এফ এম মায়া
August 30, 2024 12:38 pm
Link Copied!

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় একই দিনে দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার ৯নং রানীগাঁও ইউনিয়ন গ্রীণল্যান্ড পার্কে ও ৩নং দেওরগাছ ইউনিয়নে অন্তর্ভুক্ত কাচুয়া অংশে খোয়াই নদীতে।

তথ্য নিয়ে জানা যায় উপজেলার ৯নং রানীগাঁও ইউনিয়নের ৩নং ওয়াডের সালামী টিলা নামক বাড়ীর আব্দুল নুর (নুরা মিয়ার)পুত্র আব্দুল মতিন (৫৫) গ্রীনল্যান্ড পার্কের ভিতরে কাঁঠাল গাছের ডালে কাপড় ছিড়ে গলায় পেছিয়ে ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।

সকালে স্থানীয় বাসিন্দা গণ দেখলে চুনারুঘাট থানা পুলিশ কে অবগত করেন।এবং একই দিনে ৩নং দেওরগাছ ইউনিয়নের অন্তর্ভুক্ত খোয়াই নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করে থানা আনা বলে জানা যায়।

এ বিষয় অফিসার ইনচার্জ হিল্লোল রায় সাথে কথা হলে তিনি সত্যতা নিশ্চিত করে জানান,আমি ছুটিতে আছি। ইতিমধ্যেই থানা পুলিশের একটি টিম ঘটনা স্থল পরিদর্শন ও লাশ দুটি উদ্ধার করেছেন ।