ঢাকাFriday , 10 May 2024
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে উপজেলা পরিষদে বিভিন্ন পদে প্রার্থী হয়েছেন ১৭ প্রার্থী

Link Copied!

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিলা ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ১৭জন প্রার্থী। তথ্যমতে,উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের, বিএনপির সভাপতি সৈয়দ লিয়াকত হাসান,আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান চৌধুরী,রায়হান উদ্দিন ও হাবিবুর রহমান জুয়েল।

পরিষদের ভাইস চেয়ারম্যান পদে আবারও লুৎফর রহমান মহালদার,মাওলানা আব্দুল কাইয়ুম তরফদার,উপজেলা তাঁতি লীগের সভাপতি কবির মিয়া খন্দকার, মুখলিছুর রহমান,আজিজুল হক তালুকদার রুমন,শাহজাহান মিয়া ও উজ্জ্বল কুমার দাশ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আবারও আবিদা খাতুন, সাবেক ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া,পারুল আক্তার ও ইয়াছিন আক্তার মুক্তা।

উল্লেখ্য আগামী ৫ জুন ৬ষ্ট ধাপে চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।