ঢাকাSunday , 14 April 2024

চুনারুঘাটে ঈদ ভ্রমণে জলপ্রপাত দেখতে গিয়ে প্রাণ গেল এক শিশুর

Link Copied!

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ ভ্রমণে পরিবারের সাথে জলপ্রপাত দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় লাশ হয়ে ফিরল ছয় বছরের শিশু নিহা। ঘটনাটি ঘটেছে গেল শনিবার (১৩ এপ্রিল) দুপুরে হবিগঞ্জ-শ্রীমঙ্গল ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের আমতলী নামক স্থানে।

এ সড়কটি বাহুবল উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের রশিদপুর গ্যাস ফিল্ড চা বাগান এলাকায় অবস্থিত। নিহত নিহা আক্তার (৬) চুনারুঘাট উপজেলার পৌরসভার ১নং ওয়ার্ডের বাগবাড়ি এলাকার দুবাই প্রবাসী মিজানুর রহমানের মেয়ে। সে বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণিতে পড়তো বলে জানা যায়।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহা পরিবারসহ তাদের আত্মীয়-স্বজন ১০টি মাইক্রোবাসে করে মৌলভীবাজারের বড়লেখায় মাধবকুণ্ড জলপ্রপাত দেখতে যাচ্ছিলেন। পারিবারিক এ গাড়িবহর বাহুবলের আমতলীতে পৌঁছালে একটি মাইক্রোবাসের চাকা পাংচার হয়ে হঠাৎ উল্টে যায়।এতে ঘটনাস্থলেই নিহার মৃত্যু হয়।দুর্ঘটনায় গাড়ির ভেতরে থাকা আরও কয়েকজন আহত হলে তাদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয় স্থানীয়রাও সত্যতা নিশ্চিত করে বলেন, ঈদ উপলক্ষে আত্মীয়-স্বজন একসঙ্গে জলপ্রপাত দেখতে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি দুর্ঘটনাকবলিত হলে নিহার মৃত্যু হয়। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় বাহুবল মডেল থানায় অপমৃত্যু মামলা রুজু করা হবে। মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ ভ্রমণেএমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় পরিবারসহ আশেপাশের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে ।