মোহাম্মদ হুমায়ূন,চুনারুঘাটঃ চুনারুঘাট উপজেলার ডুলনা চা বাগানের এক চা শ্রমিকের বাড়িতে তল্লাসি চালিয়ে ১৯০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১ হাজার ভারতীয় রূপি উদ্ধার করেছে হবিগঞ্জ ৫৫ ব্যাটেলিয়নের গুইবীল বিওপির জোহানরা।আটককৃত রামপ্রসাদ কালিয়া মুন্ডা (২৮) ডুলনা চা বাগানের শ্রমিক মৃত ঠাকুরা মুন্ডার ছেলে।
সোমবার (১৮ মে) ইফতারের পূর্বমুহূর্তে গোপন সংবাদের ভিত্তিতে নায়েক আবুল হোসেনের নেতৃত্বে দ্রুত একদল জোয়ানরা আসামি রামপ্রসাদ কালিয়া মুন্ডার বাড়িতে উপস্থিত হয়ে তাকে আটক করতে সক্ষম হয়। অতঃপর তার ভাই রতন মুন্ডার অনুমতিতে তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তল্লাসি চালিয়ে আলমিরার ভেতর থেকে রোমালে প্যাঁচানো ১৯০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ভারতীয় এক হাজার রূপি (চারশত রূপি ২ টি ও একশত রূপি ২ টি নোট)উদ্ধার করা হয়।এসময় উপস্থিত ছিলেন ডুলনা চা বাগানের বড় বাবু ফারুক আহম্মদ,সাবেক মেম্বার নটবর রুদ্রপাল।

ছবি : চুনারুঘাটে ইয়াবা ও ভারতীয় রুপিসহ আটক ১ জন
গ্রেফতারকৃত আসামিকে গুইবীল বিজিবি ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় ইয়াবা ট্যাবলেট ও ভারতীয় রূপি তার নয়,সে বহনকারী মাত্র।ইহার মালিক হাপ্টার হাওর গ্রামের মোঃ জালাল উদ্দীনের পুত্র মোঃ সোহাগ মিয়া(২২)।
গুইবীল ক্যাম্প কমান্ডার সুবেদার বোরহান উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে ” দৈনিক আামার হবিগঞ্জ’কে বলেন,আমাদের সোর্সের মাধ্যমে খবর পেয়ে নায়েক আবুল হোসেনের নেতৃত্বে একদল জোয়ানদের আসামির বাড়িতে পাঠালে সেখানে তারা দ্রুত অবস্থান করে ইয়াবা ট্যাবলেট ও ভারতীয় রূপি পাচারকারী রামপ্রসাদ কালিয়া মমুন্ডাকে গ্রেফতার করতে সক্ষম হয়।কিন্তু মাদকের গডফাদার মোঃ সোহাগ মিয়া জোয়ানদের উপস্থিতি ঠের পেয়ে সেখান থেকে আগেই পালিয়ে যায়।আটককৃত রামপ্রসাদ ও পলাতক সোহাগ মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে দ্রুত চুনারুঘাট থানায় প্রেরণ করা হবে।