চুনারুঘাটে ইমাম-মুয়াজ্জিনদের প্রধানমন্ত্রীর উপহার প্রদান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 21 June 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে ইমাম-মুয়াজ্জিনদের প্রধানমন্ত্রীর উপহার প্রদান

Link Copied!

এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট ।। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় দেশের সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার হিসেবে মসজিদ প্রতি ৫০০০.০০ (পাঁচ হাজার) টাকা হারে প্রদান করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় চুনারুঘাট উপজেলায় ৬৫৮টি মসজিদের অনুকূলে বরাদ্দকৃত ৩২,৯০,০০০.০০(বত্রিশ লক্ষ নব্বই হাজার) টাকা ১০ ও ১১ জুন ২০২০ তারিখ বিতরণ করা হয়েছে।
রবিবার ২১জুন সকালে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ এর সভাপতিত্বে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ছবি : এক ইমামের হাতে প্রধানমন্ত্রীর উপহার তোলে দেয়া হচ্ছে

এই সময়ে উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর,ভাইস চেয়ারম্যান আবেদা খাতুন,লুৎফর রহমান মহালদার,পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানগণ,ইমাম বৃন্দ, বিভিন্ন মসজিদের সভাপতি বৃন্দ, সাংবাদিকবৃন্দ প্রমুখ।
এ সময়ে প্রধান অতিথি বলেন মহামারি করোনাভাইরাস দেশ প্রায় অর্থনৈতিক মন্ধায়। তবোও দেশের সার্বভৌমত্বের কল্যানে দেশরত্ন শেখ হাসিনা আপনাদের ভালোবেসে এই উপহার দিলেন। আপনারা সবাই উনার পরিবার ও উনার জন্য দোয়া করবেন।