চুনারুঘাট উপজেলায় ইউপি চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সদস্য ও সচিবদের ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬মার্চ) বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহিদুল ইসলামের, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তার প্রমুখ।
জাতীয় স্থানীয় সরকার ইনিস্টিটিউট’র (এনআইএলজি) আয়োজনে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে শনিবার ৪ঠা মার্চ থেকে ৬ মার্চ তারিখ পর্যন্ত ৩দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠান করা হয়েছে।
এতে পৌরসভার মেয়র সাইফুল আলম রুবেল, উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, জাকির হোসেন পলাশ, মহিতুর রহমান ফরাজি রুমন, ওয়াহেদ মাস্টার, এডভোকেট নজরুল ইসলাম, নোমান চৌধুরী, এজাজ ঠাকুর চৌধুরী, আব্দালুর রহমান, মোস্তাফিজুর রহমান রিপন ও মানিক সরকার চেয়ারম্যানসহ সকল সদস্য ও সচিবদের ইউনিয়ন পরিষদ সম্পকিত মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
প্রশিক্ষণে উপজেলার ১০টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও ১টি পৌরসভার মেয়র, সংরক্ষিত নারী সদস্য ৩৩, ইউপি সদস্য ৯৯ জন ও ইউনিয়ন পরিষদ সচিব ১১ জনসহ মোট ১৪৩ জন অংশগ্রহণ করেন। এসময় উপজেলা প্রশাসন ও পরিষদের কর্মকর্তা কর্মচারীগণ ও গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।