হবিগঞ্জ জেলার চুনারুঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইল নাম্বার ক্লোন করে প্রতারণা করার চেষ্টা করায় সতর্কতা বিজ্ঞপ্তি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) উপজেলাবাসীদের এ বিষয়ে সতর্ক থাকার জন্য এবং কোনরূপ আর্থিক লেনদেন না করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানিয়ে গণমাধ্যমে সতর্ক পোষ্ট দেয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক জানান,এ ধরনের প্রতারণা প্রায়ই চেষ্টা করা হচ্ছে। আমার অফিসিয়াল মোবাইল নাম্বার (০১৭১২১৪৯৩০২)ক্লোন করার চেষ্টা করা হয়েছে।
তাই দ্রুত এই নাম্বারে প্রতারিত না হওয়ার জন্য সতর্কতা পোষ্ট করে গণমাধ্যম কে অবগত করা হয়েছে।