চুনারুঘাটে আহম্মাদাবাদ ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 26 July 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে আহম্মাদাবাদ ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ

Link Copied!

এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ২নং আহম্মাদাবাদ ইউনিয়নে অসহায় কর্মহীন দরিদ্র দিনমজুর পরিবারে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) দুপুরে চুনারুঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল আনুষ্ঠানিক ভাবে এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করেন।

জানা যায়, ২নং আহম্মদাবাদ ইউনিয়নে চেয়ারম্যান আবেদ হাসানাত সনজু চৌধুরী এর সার্বিক তত্ত্বাবধানে সকল সদস্যগণকে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ১৪৭৫০ কেজি চাল মহামারি করোনা ভাইরাসে কর্মহীন অসহায় দরিদ্র দিনমজুরের ঘরে ঘরে পৌঁছে দেন।

 

ছবি: বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল।

 

এ সময়ে সরেজমিনে তদারকির দায়িত্বে ছিলেন ২নং আহম্মদাবাদ ইউনিয়ন এর দায়িত্বে থাকা ট্যাগ অফিসার চুনারুঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ রানাসহ স্থানীয় নেতৃবৃন্দগন।

এ সময়ে উপস্থিত সকলের উদ্দেশ্য মিল্টন চন্দ্র পাল বলেন, বর্তমানে দেশে যে, মহামারি করোনা ভাইরাস চলমান রয়েছে। আপনারা সবাই নিজ নিজ থেকে সতর্কতার সাথে চলাচল এবং সরকারী বিধি নিষেধ অনুসরণ করুন। তাহলেই সম্ভব এই দুর্যোগ মূহুর্ত থেকে রক্ষা পাওয়া। সাবধানে থাকবেন সুস্থ থাকবেন।