আবেদ আলী : চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নে পানি বন্দী “পানছড়ি আশ্রায়ন”র ৫০ টি পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক মোঃ আরিফুল হাই রাজীব।
৫০’প্যাকেট খাদ্য সামগ্রীতে রয়েছে ৫’কেজি চাল, ২’কেজি আলু, ১’কেজি ডাল, ১’কেজি পিয়াজ ও ১’কেজি লবন।
সোমবার বিকালে চুনারুঘাট উপজেলা শ্রমিকলীগের সভাপতি খালেদ তরফদার এর মাধ্যমে ত্রানসামগ্রীগুলো পাঠিয়েছেন বলে জানান মোঃ আরিফুল হাই রাজীব।
পর্যায়ক্রমে উপজেলার সব ইউনিয়নে ৩য় ধাপে অসহায় সব পরিবার ত্রান পাবে বলে তিনি জানান।