ফরিদ উদ্দিন মাসউদ, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার শেকড় সামাজিক সংগঠনের প্রধান উপদেষ্টা গোলাম ছরোয়ার চৌধুরীর নিজ অর্থায়নে শনিবার (২৫ জুলাই) বিকাল ৩ ঘটিকায় বড়কোটা বাজারে ৭ নং উবাহাটা ইউনিয়নের ১৫০ টি পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব হারুন মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোবারক হোসেন, সাবেক মেম্বার সায়েদ আকরাম চৌধুরী, আব্দুর রাজ্জাক মাস্টার, জনাব এখলাছ মিয়া এছাড়া ও এলাকার মুরুব্বিয়ান ও শেকড় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, সমাজে যারা বিত্তবান লোক আছেন তারা যেন গোলাম সরোয়ার চৌধুরীর মত মানবতায় এগিয়ে আসেন এবং শেকড় সামাজিক সংগঠনের ভূয়সী প্রশংসা করেন।