চুনারুঘাটে আব্দুল মজিদ স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 14 August 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে আব্দুল মজিদ স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

অনলাইন এডিটর
August 14, 2020 2:08 am
Link Copied!

ছবি: আব্দুল মজিদ স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন।

 

রায়হান আহমেদ : চুনারুঘাটে মরহুম আব্দুল মজিদ স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।

নরপতি আদর্শ ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে শ্রীকুটা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম আব্দুল মজিদ স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

খেলার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জনমত নিউজ এর সম্পাদক মণ্ডলীর সভাপতি ও গ্রামীণ উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এমএ মালেক।

প্রধান অতিথি ছিলেন, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাজার কমিটির সেক্রেটারি আহাদ চৌধুরী লিটন, গ্রামীণ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাঃ মুসলিম উদ্দিন, সাংবাদিক রায়হান আহমেদ সহ আরো অনেকে।

প্রসঙ্গত, উক্ত টুর্ণামেন্টে ৮টি ফুটবল দল অংশ গ্রহন করেছে।