এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় আদিবাসী নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে উপহার ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ১৪ টি সেমিপাকা ঘরের বরাদ্দ দেওয়া হয়। আহম্মাদাবাদ ইউনিয়নে প্রাপ্তদের ঘরের ভিত্তি স্থাপন করা হয়।
বুধবার (১৯ আগষ্ট) সকাল ১১ টায় আহম্মাবাদ ইউনিয়নের ১টি ঘরের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন ২ নং আহাম্মদাবাদ ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু প্রধান অতিথি ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল।
জানা যায়, চুনারুঘাট উপজেলার আদিবাসী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর কার্যালয় ও সমাজসেবা অধিদপ্তরের পৃষ্ঠ পোষকতায় চুনারুঘাট-মাধবপুর আসনের সাংসদ ও বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী’র একান্ত চেষ্টায় চুনারুঘাট উপজেলায় ১৪ টি ঘর বরাদ্দ পেয়েছে। এর মধ্যে তিনটি ঘর পেল আহাম্মদাবাদ ইউনিয়নে।
এসময় উপস্থিত ছিলেন নালুয়া চা বাগান ব্যবস্থাপক ইফতেকার এনাম, উপ-সহকারী প্রকৌশলী মনির জমাদ্দার, ইউপি সদস্য নটবর রুদ্র পাল প্রমুখ।