চুনারুঘাটে আগুনে পোড়া স্কুল ছাত্রী সুমাকে ইনক’র অর্থ প্রদান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 8 November 2022
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে আগুনে পোড়া স্কুল ছাত্রী সুমাকে ইনক’র অর্থ প্রদান

Link Copied!

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আগুনে পোড়া স্কুল ছাত্রী সুমার চিকিৎসার জন্য ইনক এর অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফের উপস্থিতিতে উক্ত আর্থিক সহায়তা তুলে দেয়া হয়েছে।

উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের বাসিন্দা সুমা তৃতীয় শ্রেণীর ছাত্রী। শিশু কালে বাবাকে হারিয়ে বর্তমানে মামার আশ্রয়ে লালিতপালিত হচ্ছে। কিছুদিন আগে রান্নার চুলা থেকে কাপড়ে আগুন লেগে পিঠের কিছু অংশ পুড়ে যায়।

অসহায় সুমার মা চোখেমুখে অন্ধকার দেখছেন।তাৎক্ষণিক কিছু হৃদয়বান মানুষের সহায়তায় সুমার চিকিৎসা শুরু হয়। হবিগঞ্জ সদর হাসপাতাল ও ঢাকা ঘুরে অবশেষে সে সুস্থ হয়ে বাড়ী ফিরে।

চিকিৎসার দীর্ঘ পথযাত্রায় অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কিন্তু তাতেও পুরোপুরি সুস্থতা সম্ভব হয়নি।যা গণযোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি (ইনক) এর ব্যানারে নোমান এম সাইদ অসুস্থ সুমার চিকিৎসা সহায়তায় নগদ টাকা তুলে দেয়া হয় তার মায়ের হাতে।

এ সময় অসুস্থ সুমার মা সৈয়দ মঈনুল হক আরিফসহ উপস্থিত সকল মানবিক ভাইদের জন্য দোয়া ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।