আবেদ আলী,চুনারুঘাট।। গত রবিবার (৩১ জানুয়ারি) আগুন পোহাতে গিয়ে দগ্ধ হওয়া বৃদ্ধা আজ সোমবার (১ফেব্রুয়ারি) বিকেল ৩ ঘটিকায় মৃত্যু বরণ করেন। (ইন্না-লিল্লাহি…… রাজিউন)।

উল্লেখ্য, গত রবিবার আগুন পোহাতে গিয়ে আগুনে দগ্ধ হন আয়চাঁন বিবি নামক ৬৫ বছরের বৃদ্ধা। তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতা মুমূর্ষু অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে বেন্ডেজ করে ঢাকা নিয়ে উন্নত চিকিৎসার করার পরামর্শ প্রদান করেন কর্তব্যরত চিকিৎসক।
পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে থেকে ভোর ৪টার দিকে বাড়িতে আনা হলে আজ বিকেল ৩ ঘটিকায় নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন।
তিনি স্থানীয় চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের কাজির খিল গ্রামের মৃত্যু হুসেন আলীর স্ত্রী।