চুনারুঘাটে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 12 May 2022
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

Link Copied!

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মে)সকার ১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা বিষয়ক উক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত বিভিন্ন জনপ্রতিনিধিগণ চোরাকারবারিসহ বর্ডার ক্রস করে অবৈধভাবে আসা মাদকদ্রব্য পাচারকারী,বাজারে দ্রব্যমূল্য অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী সিন্ডিকেটদের নিয়ন্ত্রণে আনার বিভিন্ন পরামর্শ দেন।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র সাইফুল আলম রুবেল, উপজেলা সহকারী কমিশনার ভূমি মিল্টন চন্দ্র পাল,অফিসার ইনচার্জ আলী আশরাফ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার ফাতেমা হক,শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা,আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ মোদাব্বের হোসেন,চেয়ারম্যান জাকির হোসেন পলাশ,মুহিতুর ফরাজি রুমন,এজাজ ঠাকুর চৌধুরী,আব্দালুর রহমান আবদাল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-মোস্তাফিজুর রহমান রিপন,মানিক সরকার,ব্যকসেরসহ সভাপতি সিদ্দিকুর রহমান মাসুদ,সাংবাদিক আবু তাহের, উপজেলা সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক এফ এম খন্দকার মায়াসহ উপজেলা প্রশাসন বিভিন্ন এনজিও কর্মকর্তা কর্মচারীগণ।