আবেদ আলী: চুনারুঘাটঃ পরিবারের বড় ছেলে তাই দায়িত্বও অনেক বেশী ২ ভাই ২ বোন সহ মোট ৭ সদস্যের পরিবার।পরিবারের সবার বরণ পোষন করা দিনমজুর বাবার পক্ষে কষ্টকর তাই বাবার কষ্ট কিছুটা লাঘব ও পরিবারের আর্থিক স্বচ্ছলতার জন্য পড়ালেখার পাশাপাশি চট্রগ্রামে একটি কোম্পানিতে কাজে যোগ দেন। যাতে বাবাকে পরিবারের বরণ পোষনে কিছুটা সাহায্য করা যায়। কিন্তু ভাগ্যের নিমম পরিহাস কাজ থেকে বাড়িতে ফেরার পথে এক সড়ক র্দূঘটনায় তার বাম পা ভেঙ্গে যায়। যার কারণে তার অসহায় বাবার পক্ষে পরিবারের সকল সদস্যের বরণ পোষণ সহ তার চিকিৎসার খরচ যোগাতে হিমশিম থেতে হচ্ছে।

ছবি : অসুস্থ ইয়াকুব আলীর পরিবার এখনো সরকারি কোনো সাহায্য সহযোগীতা পাননি