রায়হান আহমেদ : চুনারুঘাটে অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার (১২নভেম্বর) দুপুরে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
চুনারুঘাট প্রবাসী সামাজিক সংগঠন ৯নং রাণীগাঁও ইউনিয়ন শাখার পক্ষ থেকে দক্ষিণ মিরাশী গ্রামের মরহুম আজগর আলি মোল্লার পরিবারকে নগদ ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

ছবি : চুনারুঘাটে অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হযেছে
চুনারুঘাট প্রবাসী সামাজিক সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাসুক মিয়া জানান- চুনারুঘাট প্রবাসী সামাজিক সংগঠন বহুদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মানুষের পাশে থাকবে ইনশাআল্লাহ। অসহায় মানুষের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে চাই।