চুনারুঘাটে অসহায় কৃষকের ৩টি গরু আগুনে পুড়ে ছাই - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 11 August 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে অসহায় কৃষকের ৩টি গরু আগুনে পুড়ে ছাই

Link Copied!

মোহাম্মদ হুমায়ূন,চুনারুঘাট প্রতিনিধিঃ   চুনারুঘাট উপজেলার সানখলা ইউপির ৯ নং ওয়ার্ডের লতিফপুর গ্রামের খন্দকার বাড়ির কৃষক মোঃ জিতু মিয়ার গোয়াল ঘরে থাকা ৩ টি গরু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে । পালিত ৩টি গরু আগুনে পুড়ে যাওয়ায়  অসহায় হয়ে পড়েছেন কৃষক জিতু মিয়া।
গত মঙ্গলবার (১১ ই আগস্ট ) রাত্র সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা জানতে জিতু মিয়াকে ফোন করা হলে তিনি দৈনিক আমার হবিগঞ্জ’কে জানান- কি আর বলব গরু ৩ টি আমার সংসারের একমাত্র ভরসা ছিল। এখন আমি নিঃস্ব হয়ে গেলাম। রাত প্রায়  ১২.৩০ ঘটিকায় হঠাৎ আগুনের আলো দেখে ঘুম থেকে জেগে উঠে দেখি আমার গোয়াল ঘরে আগুন। তখন চিৎকার শুরু করলে আশে পাশের লোকজন ছুটে এসে আগুন নিভাতে সাহায্য করে সবাই। কিন্তু তাৎক্ষনিক আমার গরু ৩ টি আগুনে পুড়ে ঝলসে যায় এবং ঘরটিও পুড়ে ছাড়খার হয়ে যায় । এখন আমি কি করব।

ছবি : আগুনে পুড়ে যাওয়া গোয়াল ঘরে বসা অসহায় কৃষক জিতু মিয়া

তিনি আরো বলেন, আমাকে দেখার মতো কেউ নেই। সমাজের বিত্তবান, চুনারুঘাট উপজেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যান,স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বার সাহেবর সহযোগিতা কামনা করছি। নতুবা আমি আমার পরিবার নিয়ে অসহায় হয়ে পরব । কিভাবে আগুল লাগল জানতে চাইলে তিনি জানান আমি ঠিক বলতে পারব না। তবে বিদ্যুতের তার হতে আগুন লাগতে পারে ।