চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার রেমা চা-বাগানের অসহায় শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন হবিগঞ্জের মানবিক পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ বিপিএম, পিপিএম।
মঙ্গলবার (৩১মার্চ) দুপুরে রেমা চা-বাগানের খেয়া ঘাটে শতাধিক শ্রমিকদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
এসপি মোহাম্মদ উল্ল্যা দৈনিক আমার হবিগঞ্জকে জানান, আমরা যদি যার যার অবস্থান থেকে গরীব-দুস্থদের পাশে দাঁড়াই তবে তারাও দু’মুঠো খেতে পারবে। এজন্য করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের তরে এগিয়ে আসার আহ্বান জানান সমাজের ধনাঢ্য ব্যক্তিদের।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন- চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক, ওসি (তদন্ত) চম্পক দাম প্রমুখ।
সূত্র জানায়, একটি অপ্রীতিকর ঘটনার জের ধরে গত ২৩ দিন ধরে বন্ধ আছে উপজেলার শতশত শ্রমিকের কর্মস্থল রেমা চা বাগান। এতে বিপাকে পড়েছেন ওই বাগানের সহস্রাধিক শ্রমিক। দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করা এ শ্রমিকরা দীর্ঘদিন বাগান বন্ধ থাকায় অনেকটা মানবেতর জীবনযাপন করছেন।
দিন এনে দিন খেটে খাও মানুষ গুলোর বর্তমানে এক বিপর্যস্তের মুখে পড়েছেন। তাদের এই দুঃসময়ে পুলিশ সুপার পাশে এসে দাঁড়ানোর জন্য যেন অন্ধকার ঘরে আলো ফুটেছে তাদের মধ্যে।