আবেদ আলী।। চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়ন ভোলারজুম বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
সোমবার(২৫অক্টোবর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পালের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত হাওর লস্করিয়া মৌজার ১ নং খাস খতিয়ানভুক্ত জায়গায় নির্মিত ৭ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। দীর্ঘদিন যাবত এলাকার কিছু প্রভাবশালী মহল সরকারী জমি দখল করে স্থাপনা তৈরী করে রেখে ছিল।

ছবি : চুনারুঘাটে ভোলারজুম বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দিল উপজেলা প্রশাসন
এ সময় চুনারুঘাট থানা পুলিশের একটি দল ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন। অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল।