চুনারুঘাটে অবৈধ বালু মাটি উত্তোলন : ১ লাখ টাকা জরিমানা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 22 March 2024
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে অবৈধ বালু মাটি উত্তোলন : ১ লাখ টাকা জরিমানা

Link Copied!

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে ফসলি জমি কুঁড়ে বালু মাটি উত্তোলনে প্রশাসনের অভিযানে দু’ব্যক্তি কে এক লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ)দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব। সাথে ছিলেন চুনারুঘাট থানা পুলিশের একটি টিম ও প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ।

উপজেলার ৮নং সাটিয়াজুরী ইউনিয়নের দাঁরাগাও এবং সাটিয়াজুরি নামক স্থানে তিন ফসলা জমিতে অবৈধভাবে বালু মাটি উত্তোলন মর্মে আজ একটি প্রতিবেদন করেন দৈনিক আমার হবিগঞ্জ প্রতিনিধি এফ এম খন্দকার মায়া। নিউজটি প্রশাসনের দৃষ্টি গোছর হলে উক্ত স্থানগুলোতে অভিযান পরিচালনা করা হয়।

এসময় অবৈধভাবে কৃষি জমি হতে মাটি কাটা এবং ইজারা বহির্ভূত স্থান হতে বালু উত্তোলনের অপরাধে পৃথক দুইটি মামলায় দাঁরাগাও গ্রামের তৈয়ব আলীর পুত্র কাউছার মিয়া (৩৮)ও বাহুবল উপজেলার বার আউলিয়া গ্রামের সিরাজুল ইসলামের পুত্র কবির মিয়া (২৮) কে এক লাক টাকা জরিমানা প্রদান করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।