নাছির উদ্দিন লস্কর, চুনারুঘাট : চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১টি ড্রেজার মেশিন সহ ১০০ মিটার পাইব ধ্বংস করা হয়েছে।
গতরাত ১২টা হতে ৪টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাস এর নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল সহযোগে ৫ নং শানখলা ইউনিয়নের অন্তর্গত বদরগাজী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ বলেন, যারা অবৈধ উপায়ে বালু উত্তোলনের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।