চুনারুঘাটে অবৈধভাবে সরকারি গাছ কর্তনে প্রশাসনের অভিযানে; ১৩৫'টি গাছ উদ্ধার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 27 July 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে অবৈধভাবে সরকারি গাছ কর্তনে প্রশাসনের অভিযানে; ১৩৫’টি গাছ উদ্ধার

Link Copied!

এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট ।। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ৫ নং শানখলা ইউনিয়নে পানছড়ি মৌজায় সরকারি ভূমি থেকে কিছু দূর্বৃত্তরা প্রায় ১৩৫টি গাছ কর্তনের সময় প্রশাসনের অভিযানে তা উদ্ধার করা হয়।

গতকাল (২৬ জুলাই) রবিবার মধ্য রাতে উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল সহ প্রশাসনের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

 

ছবি: জব্দ ট্রাক্টর সহ কর্তনকৃত গাছ

 

জানা যায়, কিছু দিন পূর্বে পানছড়ি মৌজায় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এর নেতৃত্বে শানখলা ইউনিয়নের কিছু ভূমি খোরদের দখলদারি থেকে সম্প্রতি উদ্ধার করা হয় ৫৮.৫০ একর ভূমি। যার মূল্য কোটি টাকার চেয়েও বেশি।এবং সরকারি পৃষ্ঠপোষকতায় সেখানে ইকো পার্ক সহ আশ্রয় কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। কিন্ত কিছু দূর্বৃত্তরা সর্বদাই ওতপেতে থাকছে সেই সরকারি সম্পত্তি ধ্বংসের দিকে। এরই পরিপেক্ষিতে গতকাল মধ্য রাতে দুর্বৃত্তরা অবৈধভাবে আনুমানিক ১৩৫ টি আকাশমনি ও মেনজিয়াম গাছ কর্তন করে পালিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে একটি ট্রাক্টর সহ কর্তনকৃত গাছ জব্দ করতে সক্ষম হোন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জানান, কর্তনকারীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।