চুনারুঘাটে অবৈধভাবে মাটি উত্তোলন করায় অর্থদণ্ড প্রদান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 28 April 2024
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে অবৈধভাবে মাটি উত্তোলন করায় অর্থদণ্ড প্রদান

Link Copied!

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে ফসলি জমি কুঁড়ে মাটি উত্তোলন করায় প্রশাসনের অভিযানে এক ব্যক্তি কে পঞ্চাশ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। শনিবার (২৭ এপ্রিল )সন্ধ্যা সাত টায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব। সাথে ছিলেন চুনারুঘাট থানা পুলিশের একটি টিম ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

উপজেলার চুনারুঘাট ৬নং সদর ইউনিয়নের শাইলগাছ গোগাউড়া নামক স্থানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে অবৈধভাবে কৃষি জমি হতে মাটি কাটার অপরাধে পৌরসভার বড়াইল আবাসিক এলাকার বাসিন্দা মৃত প্রাণেশ করের পুত্র প্রশান্ত করকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী পঞ্চাশ হাজার টাক অর্থদণ্ড প্রদান করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।