চুনারুঘাটে অবশেষে সংরক্ষণ করা হচ্ছে ঐতিহাসিক বধ্যভূমি - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 21 August 2021
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে অবশেষে সংরক্ষণ করা হচ্ছে ঐতিহাসিক বধ্যভূমি

Link Copied!

এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :চুনারুঘাটে রক্ষিত হচ্ছে উন্মুক্ত গণশৌচাগার নর্দমারত ঐতিহাসিক বদ্ধভূমি।
স্বাধীনতার ৪৯ বছর পরেও পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার নির্মম সাক্ষী বধ্যভূমিগুলো সংরক্ষণ করা যায়নি। আর যেগুলো করা হয়েছে সেগুলো পড়ে আছে অবহেলায়।
হবিগঞ্জের চুনারুঘাটের পৌরসভার উত্তর বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন বধ্যভূমি। পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক মুক্তিকামী মানুষকে গণহত্যার দলিল। অথচ মুক্তিযুদ্ধে এই দলিল অযত্বে আর অবহেলায় পড়ে আছে। আছে রক্ষণাবেক্ষণের অভাবও। সেজন্য এটি নর্দমায় পরিণত হয়েছে। এখানে মানুষ ময়লা ফেলছে। বানিয়ে ফেলছে উন্মুক্ত শৌচাগার।

ছবি : দীর্ঘদিন পর চুনারুঘাটের বধ্যভূমিটি সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে

অথচ এই স্থানটি একটি ইতিহাস। দেশের জন্য মানুষের প্রাণ বিলিয়ে দেয়ার ইতিহাস। এটি সংরক্ষণ সবচেয়ে বেশি জরুরি। আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধ জানাতে এসব স্থান রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন। কিন্তু স্বাধীনতার ৪৯ বছরেও এসব স্থান সংরক্ষণ হচ্ছে না।
সবশেষ দু’বছর আগে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবীর পৃষ্ঠপোষকতায় বধ্যভূমিটি সংস্কারের উদ্যোগে ভিত্তিস্থাপন করা হয়। পরবর্তীতে সংস্করণ জায়গায় গড়ে ওঠে সিএনজি-অটোরিকশা স্টেশন।
জানা যায়, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক গণহত্যার এক শোকাবহ স্মৃতিচিহ্ন অঙ্কিত হয়ে আছে এই বধ্যভূমিগুলোতে। এই স্থানে পাকিস্তানি বাহিনীরা পৌরসভায় ১১ জন ও চা-বাগানসহ বিভিন্ন স্থান থেকে মুক্তিযোদ্ধাসহ ৫০ জনেরও বেশি নারী-পুরুষকে হত্যা করে গণকবর দেয়।
সরেজমিনে ঘুরে দেখা যায়, চুনারুঘাট পৌরসভার উত্তর বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সংলগ্ন পুরাতন খোয়াই নদী ও ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক ও স্থানীয় হাটবাজারের নর্দমা ফেলা হচ্ছে বধ্যভূমিতে। এছাড়া বধ্যভূমি ও আশপাশ এলাকায় গড়ে উঠেছে সিএনজি অটোরিকশা স্ট্যান্ড। আর এসব কারণেই এটি উন্মুক্ত শৌচাগার হিসেবে ব্যবহার করা হচ্ছে।
সব মিলিয়ে ঐতিহাসিক এ স্থানের অবস্থা অত্যন্ত নাজুক। এছাড়া চুনারুঘাট পৌরসভার ব্যবস্থাপনায় খোলা হাটবাজার থাকলে সড়ক থেকে বধ্যভূমিতে যাতায়াতের সুবিধার্থে নেই কোনো ব্যবস্থা। আর যেটুকু আছে যেগুলোও এখনও সিএনজি অটোরিকশার দখলে।
এদিকে বধ্যভূমি সংরক্ষণের জন্য একজন নিজস্ব অর্থায়নে অসমাপ্ত স্মৃতিস্তম্ভ নির্মাণ করে দিয়েছেন। কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতায় বধ্যভূমিতে গড়ে উঠেনি কোন স্মৃতিস্তম্ভ। শুধুমাত্র একটা ভিত্তি স্থাপন সাইনবোর্ড আছে। তাও আবার লিখা অনেকটা ময়লার আবৃত। ভালো করে না থাকলে কেউ বুঝার উপায় নাই কি লেখা আছে সাইনবোর্ডে। আশেপাশে কাঁচা পাকা পিলার দিয়ে সীমানা নির্ধারণ করার কথা বললেও কিছুই নেই বধ্যভূমিতে।
উল্লেখ্য সমস্যা গুলোকে প্রতিপাদ্য করে স্থানীয় পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামছু,উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গাফফারের বক্তব্যের উপর দৈনিক আমার হবিগঞ্জ এর সচিত্র  প্রতিবেদন করার পর টনক নড়ে কর্তৃপক্ষের। শুরু করেছেন মাটি ভরাটের প্রস্তুতি। সচিত্র প্রতিবেদনের আট মাসের মাথায়  শুরু হয়েছে মাটি ভরাটের জন্য কাঠ টিন দিয়ে ওয়াল গাইড। মাটি ভরাট শেষে পাঁকা খুঁটি ও কাঁটা তার দিয়ে রক্ষিত বেষ্টনী তৈরি করা হবে।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মিল্টন চন্দ্র পাল,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল ও স্থানীয় কাউন্সিলর প্যানেল মেয়র আব্দুল হান্নানের সাথে কথা বললে জানান,এমন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্মৃতি জড়িত বদ্ধভূমি। দীর্ঘদিন অবহেলিত অবস্থায় পরে থাকায় আমরাও ব্যতিত। তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে বদ্ধভূমি সংরক্ষণ ও নিয়ন্ত্রণের উদ্যোগ নেই। বর্তমান ৫০ হাজার টাকা বরাদ্দের মাধ্যমে বাকি কিছু জায়গা মাটি ভরাট,ওয়াল গাইড করে পাঁকা পিলারের মাধ্যমে কাঁটা তাঁর দিয়ে আবদ্ধ করা হচ্ছে।যথাক্রমে এই বদ্ধভূমিতে স্মৃতিস্তম্ভ স্থাপন ও আকর্ষণীয় করে তোলা হবে।