এফএম খন্দকার মায়া, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অপ্রধান শষ্য উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক প্রযুক্তিগত কোলাকৌশলের উপর অভিষ্ট উপকারভোগী সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকালে ৯’ঘটিকায় বিআরডিবি হল রুমে উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদির লস্কর।
জানা যায়, উপজেলায় অপ্রধান শষ্য উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক প্রযুক্তিগত কোলাকৌশলের উপর অভিষ্ট উপকারভোগী ৪০’জন সদস্যদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কৃষি পর্যায়ে আমুল পরিবর্তন ও শষ্য উৎপাদনে ও সংরক্ষণে সরকারের বিভিন্ন পরিকল্পনা ও সহযোগিতার নিয়ে এই উৎপাদনকারীদের পরামর্শ ও মতামত নেয়া হয়। যাতে সবাই বাড়িতে বেকার ও শষ্য উৎপাদনের মত জায়গা পতিত না ফেলে রাখেন সর্ব বিষয়ে আলোচনা করা হয়।
এ সময়ে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, আমাদের দেশ হচ্ছে উর্বর ভূমির দেশ। বর্তমানে এই ক্লান্তিতে আপনারা যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে এবং সরকারের সহযোগিতা নিয়ে বাড়ির আঙিনায় ও খাস জমিতে শষ্য উৎপাদন করেন তাহলে অবশ্যই আমাদের দুঃসময়ে কাজে আসবে। পাশাপাশি সরকার আপনাদের সেবায় সবসময় পাশে আছে। সরকারি ভাবে আপনাদেরকে উন্নত বীজ ও পদ্ধতিতে চাষ করার জন্যে কৃষি অধিদপ্তরের আয়োজন বিভিন্ন কর্মশালা ও সরাসরি মাঠ পর্যায়ে সেবার ব্যবস্থা করেছে। তাই আপনারা হতাশ না হয়ে সাবধানে থাকুন। নিজেদের কে কাজে লাগনোর পাশাপাশি খাস জমিতে শষ্য উৎপাদন মনোনিবেশ করান।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা কৃষি বিষয়ক কর্মকর্তা জালাল সরকার ও পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর কর্মকর্তা প্রমুখ।