চুনারুঘাটে অনুশীলনের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৫'তম শাহাদাৎ বার্ষিকী পালন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 25 August 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে অনুশীলনের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৫’তম শাহাদাৎ বার্ষিকী পালন

অনলাইন এডিটর
August 25, 2020 4:42 am
Link Copied!

ছবি: বঙ্গবন্ধুর ৪৫’তম শাহাদাৎ বার্ষিকী পালন।

 

এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট।। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অনুশীলন (শিক্ষা, সামাজিক ও সেবামূলক প্রয়াস) কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়।

গতকাল ২৪ আগস্ট রবিবার সকালে এ আর রাহিমের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন-চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক। সায়েম তালুকদার এর সঞ্চালনায় এই শোকসভা পালন করা হয়।

জানা যায়, শোকাবহ আগস্ট মাস উপলক্ষে বঙ্গবন্ধু পরিবার সহ শহীদের আত্মার মাগফেরাত কামনায় অনুশীলন (শিক্ষা, সামাজিক ও সেবামূলক প্রয়াস) কর্তৃক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল পালন করা হয়। এসময়ে ইতিহাসের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনী ও কর্মতৎপরতা সহ ত্যাগ শ্রম নিয়ে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। শেষে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করেন সবাই।

এ সময়ে উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মহালদার, সাবেক কমান্ডার আবদুল গফফার, চুনারুঘাট পাঠাগারের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম রুবেল ,চুনারুঘাট সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক বিদ্যুৎ পাল, সাংবাদিক কৃষাণ চৌধুরী সাথী, তাঁতী লীগের সভাপতি কবির মিয়া খন্দকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, চুনারুঘাট প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, পৌর যুবলীগ যুগ্ম আহবায়ক মাজেদুল ইসলাম লুবন, ৩নং দেওয়র গাছ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রুমন ফরাজি, উপজেলা ছাত্রলীগ যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম রুবেল, আনিসুজ্জামান মাছুম প্রমুখ।