প্রতিনিধি, চুনারুঘাট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অনলাইন ক্লাস রেকর্ডিং সেন্টারের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মিল্টন চন্দ্র পাল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও চুনারুঘাট মাধবপুর আসনের সাংসদ এডভোকেট মাহবুব আলী এমপি। বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর।
বিশ্বব্যাপী বৈষিক মহামারি করোনাভাইরাস থেকে মুক্তি পায়নি বাংলাদেশ।বাংলাদেশ যখন উন্নয়নের মহাসড়ক এগিয়ে যাচ্ছিল,ঠিক সেই মহুর্তে এই মহামারি করোনাভাইরাস ভয়াবহ রুপ ধারণ করেছে।দীর্ঘ প্রায় ২ বছরে শিক্ষা থেকে শুরু করে সর্বক্ষেত্রে এর বিরুপ প্রভাব ফেলেছে।এই দুরূহ মহুর্তে সরকারি বিধি নিষেধ মেনে বিভিন্নভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে বিভিন্ন দপ্তর।পরিশেষে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন,মহামারি করোনাভাইরাসে দেশের সকল কার্যক্রমেই স্থবিরতা। তবুও প্রধানমন্ত্রীর দৃঢ়তায় অত্যান্ত সফলতার সাথে দেশের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।

ছবি : চুনারুঘাটে অনলাইন ক্লাস রেকর্ডিং সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাড.মাহবুব আলী এমপি
তিনি আরও বলেন,গার্মেন্টস শিল্প ও রেমিট্যান্স আয়ের ফলেই তা সম্ভব হয়েছে।সরকার হতদরিদ্র থেকে শুরু করে মসজিদ মন্দির স্কুল সকল পর্যায়ে ধাপে ধাপে প্রণোদনা দেয়ার ব্যবস্থা নিয়েছেন।এসময় তিনি বিভিন্ন দেশের বিভিন্ন মহামারি কথা তুলে ধরেন।তিনি বলেন,সকল কে যথাযথ মাস্ক ব্যবহার ও সরকারি বিধি নিষেধ মেনে চলা জরুরি। তাহলেই সম্ভব এই মহামারি সহ রক্ষা পাওয়া।পরে তিনি চুনারুঘাট উপজেলায় শিক্ষা ক্ষেত্রে ডিজিটাল প্রক্রিয়ায় ক্লাস রেকর্ডিং সেন্টার এর উদ্বোধন ঘোষণা করেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন,লুৎফর রহমান মহালদার, পৌর মেয়র সাইফুল আলম রুবেল।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান সহ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকবর হোসেন জিতু,সম্পাদক আবু তাহের,ও অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদক ও বিভিন্ন দপ্তরের প্রধানগণ বক্তব্য রাখেন।