সৌরভ আহমেদ শুভ : গত ১৯ সেপ্টেম্বর ২০২০ খ্রিস্টাব্দ তারিখে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদের ঘনশ্যামপুর গ্রামে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার প্রধানের নাম- জনাবা, বীজাণু স্বামী হরিশংকর কানু,গ্রাম-ঘনশ্যামপুর,(আমু চা বাগান)। আকস্মিক অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতঘরসহ গৃহপালিত পশু, ধান, আসবাবপত্র ইত্যাদি ব্যাপকভাবে ভস্মীভূত হয়।
বর্ণিত ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোঃ মাহবুব আলী এবং হবিগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানের নির্দেশনায় তাৎক্ষণিক খাদ্য সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন চুনারুঘাট।

ছবি : আগুনে পুড়া ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রশাসন
সোমবার (২১সেপ্টেম্বর) বিকাল ৫ ঘটিকায় চাল, ডাল, আলু, পেঁয়াজ, তৈল, সাবান, ইত্যাদি সহ ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালো উপজেলা প্রশাসন। এতে উপস্থিত ছিলেন মিল্টন চন্দ্র পাল সহকারী কমিশনার ভূমি, প্লাবন পাল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, আবেদ হাসনাত সঞ্জু চেয়ারম্যান, আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, মনির হোসেন জমদ্দার, উপ-সহকারী প্রকৌশলী, মুজিবুর রহমান, সভাপতি, কৃষকলীগ চুনারুঘাট উপজেলা মোঃ জাকির হোসেন পলাশ উপজেলা যুবলীগ নেতা সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণ করার জন্য ঢেউটিন এবং নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন, চুনারুঘাট।