তারেক হাবিব, হবিগঞ্জ : ৭ম দফায় গতকাল শুক্রবার আবারও সাতছড়ি জাতীয় উদ্যান থেকে আবারো অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর আগে দফায়-দফায় অস্ত্র উদ্ধার করে র্যাব।
শুক্রবার (১৩আগস্ট) রাত সাড়ে আটটায় সাতছড়ি উদ্যানের মূল ফটক থেকে প্রায় আধা কিলোমিটার দূরে মাটির নীচ থেকে ৯টি একনলা বন্দুক, ৩টি পিস্তল ও ১৯ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে বলে ৫৫বিজিবির উপ-পরিচালক নাছির উদ্দিন নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাতছড়িতে অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে গত ১ আগষ্ট থেকেই সাতছড়ি গহীন অরণ্যের বিভিন্ন স্থানে কঠোর নজরদারী রাখে বিজিবি। ৭দিন অনেক খোজ খুজি করার পর শুক্রবার সন্ধ্যায় উল্লেখিত মাটির নীচে পলিথিন মোড়ানো অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
এর আগে গত ২মার্চ বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে ১৮টি ট্যাংক বিধ্বংসি রকেট লঞ্চার উদ্ধার করে। এ নিয়ে সাতছড়ি জাতীয় উদ্যানে ৮মবারের মতো অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করা হল। ৫৫বিজিবির উপ-পরিচালক নাছির উদ্দিন জানান, অস্ত্রগুলো বিজিবির তত্ববধানে ঘটনাস্থলে রয়েছে।উর্ধতন কর্তপক্ষের নির্দেশ পাওয়ার পর এগুলো চুনারুঘাট থানায় কিংবা সিলেট সেনা নিবাসে পাঠানো হবে।
এর আগে র্যাব ২০১৪ সালের ১ জুন থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দফায় অভিযান চালিয়ে সেখান থেকে ৩৩৪টি কামান বিধ্বংসী রকেট, ২৯৬টি রকেট চার্জার, একটি রকেট লঞ্চার, ১৬টি মেশিনগান, একটি বেটাগান, ছয়টি এসএলআর, একটি অটো রাইফেল, পাঁচটি মেশিনগানের অতিরিক্ত খালি ব্যারেল, প্রায় ১৬ হাজার রাউন্ড বুলেটসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করে ।
এরপর একই বছরের ১৬ অক্টোবর চতুর্থ দফার গহিন অরণ্যে মাটি খুঁড়ে তিনটি মেশিনগান, চারটি ব্যারেল, আটটি ম্যাগজিন, ২৫০গুলির ধারণক্ষমতা সম্পন্ন আটটি বেল্ট ও উচ্চক্ষমতা সম্পন্ন একটি রেডিও উদ্ধার করা হয়। পরে ১৭ অক্টোবর দুপুরে এসএমজি ও এলএমজির ৮ হাজার ৩৬০ রাউন্ড, ত্রি নট ত্রি রাইফেলের ১৫২ রাউন্ড, পিস্তলের ৫১৭ রাউন্ড, মেশিনগানের ৪২৫ রাউন্ডসহ মোট ৯ হাজার ৪৫৪ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়।
৫ম দফায় ২০১৮ সালের ২ ফেব্রয়ারি সাতছড়িতে অভিযান পরিচালনা করে ১০টি উচ্চ ক্ষমতাসম্পন্ন ৪০ এমএম অ্যান্টি-ট্যাংক রকেট উদ্ধার হয়। সর্বশেষ ৬ষ্ট দফায় ২০১৯ সালের ২৪ নভেম্বর সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ১৩টি রকেট লঞ্চারের শেলসহ বেশকিছু বিস্ফোরক উদ্ধার করা হয়।
উল্লেখ্য যে ২০১৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত অস্ত্র ও বিস্ফোরক আইনে দায়ের হওয়া তিনটি মামলা চুনারুঘাট পুলিশ তদন্ত করে চূড়ান্ত রিপোর্ট আদালতে দাখিল করেছে।