ঢাকাWednesday , 1 November 2023
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটের সাতছড়ি উদ্যানে নির্মিত হচ্ছে ওয়াচ-টাওয়ার ব্রিজ

Link Copied!

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় দ্রুত নির্মিত হচ্ছে সাতছড়ি সৌন্দর্য বর্ধনে ওয়াচ-টাওয়ার সড়ক ব্রিজ। বুধবার (১ নভেম্বর) বিকালে দৈনিক আমার হবিগঞ্জ প্রতিনিধি পরিদর্শন ও ঠিকাদারি প্রতিষ্ঠার কর্তৃপক্ষের সাথে কথা বলে এ চিত্র তুলে ধরে বিষয়টি নিশ্চিত করেন ।

উপজেলার ঐতিহ্যবাহী ত্রিপুড়াবাসী ও জাতীয় উদ্যান সাতছড়ির বুক ছিড়ে বয়ে চলা ছড়ার উপর নির্মিত নড়েচড়ে দুটি ব্রিজ দিয়ে দীর্ঘদিন পথচলা এলাকাবাসীর।

দীর্ঘদিন একটি ব্রিজটি পাহাড়ি ঢলে ৬/৭টি বাড়িঘরসহ তলিয়ে যায় এবং ওয়াচ-টাওয়ার ব্রিজ বিকল অবস্থায়।ফলে বিপাকে পরেন এলাকাবাসী। একমাত্র চলার পথে ব্রিজ হারিয়ে স্থানীয় জনপ্রতিনিধি সহ বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি দারস্থ হোন।

ফলে উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে আধা কাঁচা পাঁকা ব্রিজ নির্মাণ করা হলেও দুরবস্থার অন্ত ছিলনা পর্যটকদের পরিদর্শন ওয়াচ-টাওয়ার ব্রিজ। এসব তথ্য নিয়ে দৈনিক আমার হবিগঞ্জ সহ জাতীয় দৈনিক পত্রিকায় প্রতিবেদনে টকন নড়ে উদ্বর্তন কর্তৃপক্ষের।

অবশেষে ব্রিজটি প্রায দুই কোটি টাকার ব্যয়ে ওয়াচ-টাওয়ার ব্রিজ নির্মাণের লক্ষ্যে অনুমোদন হয়। যা দ্রুত ভাবে চলমান রয়েছে নির্মাণ কাজ। বিগত (১৮ মার্চ)এ বিষয় কথা হলে বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম ও উপজেলা প্রকৌশলী আবদুলাল বাকের মজুমদার জানান এলজিইডি পক্ষ থেকে উক্ত ব্রিজ বি বাড়িয়ার হাসান এন্টারপ্রাইজ নির্মাণ করে যাচ্ছে।

স্থানীয়ও পঞ্চায়েত প্রধান চিত্র দেব বর্মাসহ সবাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাংসদ এডভোকেট মাহবুব আলী প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।