ঢাকারবিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২২
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটের সাতছড়িতে নিয়ে প্রেমিকাকে ধর্ষণ : প্রেমিক গ্রেফতার

এম এ রাজা
ফেব্রুয়ারি ২৭, ২০২২ ৯:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে কিশোরী প্রেমিকাকে নিয়ে ধর্ষণ করেছে এক লম্পট প্রেমিক। অবশেষে সেই প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ । গ্রেফতার হওয়া প্রেমিক চুনারুঘাট উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নের রঘুরামপুর গ্রামের মৃত ফিরোজ আলী ছেলে দেওয়ান মিয়া ।

শনিবার (২৬ফেব্রুয়ারি) দুপুরে সাতছড়ি জাতীয় উদ্যানে এই ধর্ষণের ঘটনা ঘটে ।

পুলিশ সুত্রে জানা যায়, দেওয়ান মিয়া ওই কিশোরী মেয়ের সাথে গত ৫/৭ দিন যাবত মোবাইল ফোনে রং নাম্বারে কথা বলে আসছিল। সেই সুবাদে কিশোরীটি চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা দেয়া কথা বলে বাড়ি থেকে বেরিয়ে প্রেমিক লম্পট দেওয়ান মিয়ার সাথে দেখা করতে আসে । একপর্যায়ে দেওয়ান মিয়া তাকে ফুসলিয়ে সাতছড়ি জাতীয় উদ্যানে গহীন জঙ্গলে নিয়ে ধর্ষণ করে।

এ সময় ধর্ষক দেওয়ান মিয়ার সহযোগী টমটম ড্রাইভার মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে মেয়েটির চিৎকার শুরু করে।

পরে চিৎকার শুনে সাতছড়ি জাতীয় উদ্যানের প্রহরী এবং বনবিভাগের লোকজন এগিয়ে এসে মেয়েটিকে উদ্ধার করে এবং লম্পট দেওয়ান মিয়াকে আটক করে।

খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ কিশোরী মেয়ে সহ ওই ধর্ষক দেওয়ান মিয়াকে থানায় নিয়ে আসেন। এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

Developed By The IT-Zone