আবেদ আলী, চুনারুঘাট : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নে রাস্তা মেরামত ও করাঙ্গী নদীতে সাঁকো পুনঃ নির্মানের দাবি জানিয়েছেন।
শুক্রবার (০৭ জুলাই) বিকালে উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের এলাকাবাসী কোনাউড়া গ্রামে এক সভার মাধ্যমে এ দাবি জানায়।
আব্দুর রহিম লেবু সরকারের সভাপতিত্বে উক্ত সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মনর উদ্দিন মেম্বার, সাংবাদিক কাজী সুজন, ছিদ্দিক আলী, আঃ হান্নান শহিদ মিয়া, কবির মিয়া, আঃ রহিম, শফিক মিয়া, সুরুজ আলী, আঃ ওয়াহিদ, তাজুল ইসলাম, মিজান মিয়া, আঃ মতিন, মালেক মিয়া, মস্তুফা মিয়া, ছমেদ মিয়া, মোতাহির মিয়া, কুদ্রত আলী, আঃ মন্নান, এনামুল হক সুজন, শাহিদ মিয়া, আবু বক্কর প্রমুখ।
সভায় এলাকাবাসী বলেন, দুবছর যাবত কৃষ্ণপুর-কুনাউড়া টিলাগাও রাস্তাটি ভেঙ্গে গেলেও কর্তৃপক্ষ কোন কাজের কাজ করছে না। অথচ এলাকাবাসীর একমাত্র রাস্তাটি দিয়ে এলাকার শত শত ছাত্রছাত্রী স্কুল, কলেজে যাতায়াত করে। কয়েক মাস ধরে করাঙ্গী নদীর সাঁকোটি ভেঙ্গে গেলেও মেরামতের উদ্যেগ নিচ্ছে না স্থানীয় ইউনিয়ন পরিষদ।
এলাকাবাসী রাস্তা এবং সাঁকো মেরামতের জন্য স্তানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।