চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ওসমানপুর এলাকায় প্রাণ-আরএফএল কোম্পানীর সহযোগী প্রতিষ্ঠান হবিগঞ্জ এগ্রো লিমিটেড কোম্পানীর কারখানার সৃষ্ট বর্জ্য ও নিষ্কাশিত দূষিত পানিতে পরিবেশ দূষণ করে চলছে। জরিমানা, নিষেধাজ্ঞার পরও থামছে না পরিবেশ দূষণকারী কার্যকলাপ। মুরগী থেকে ডিম উৎপাদন, বিষ্ঠা থেকে সার উপৎপাদনসহ ফার্মের দূষিত পানি ও বিষাক্ত বর্জ্য কোন প্রকার পরিশোধন না করেই ফেলা হচ্ছে পাশের ধলাজাই খালে।
আর খালের পানি ভূঁইছড়া হয়ে খোয়াই নদীতে যাচ্ছে। ফলে পানি সম্পূর্ণভাবে দূষিত হয়ে গেছে, মারা যাচ্ছে খালের মাছ, দূর্গন্ধে নষ্ট হচ্ছে পরিবেশ। বর্জ্য যুক্ত বিষাক্ত পানি বাতাসে মিশে বিপর্যস্থ হয়ে পড়েছে জনস্বাস্থ্য। ক্রমাগত দূষণের ফলে ফসলি জমি নষ্ট হচ্ছে, বেকায়দায় পড়েছেন কৃষকরা।
এ ছাড়াও গন্ধ বাইরে বের করে দিতে কারখানার দেয়ালে লাগানো হয়েছে বড় আকারের অনেকগুলো এক্সহস্ট ফ্যান। কারখানার জেনারেটরের বিকট শব্দ তো রয়েছেই। নিজের অসহায়ত্ব তুলে ধরে স্থানীয় সংবাদকর্মী মীর জুবায়ের আহমেদ বলেন,‘আমাদের বাড়ির পাশেই প্রাণ-আরএফএল কোম্পানীর সহযোগী প্রতিষ্ঠান ‘হবিগঞ্জ এগ্রো লিমিটেড’ এর কারখানা। কারখানার এক্সহস্ট ফ্যান ও জেনারেটরের শব্দে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বর্জ্যে ঘরের ছাদ, মেঝে, আসবাবপত্র ভরে যাচ্ছে। বর্জ্য এবং শব্দ দূষণ থেকে বাঁচতে ঘরের দরজা-জানালা দিনভর বন্ধ রাখতে হয়।
ভিটে ছেড়ে যাওয়ারও উপায় নেই। নয়তো চলে যেতাম।’ একই এলাকার আরেক বাসিন্দা জমরুত আলী বলেন, ‘নাক-মুখ দিয়ে দূর্গন্ধে প্রবেশ করে এর ফলে বর্জ্যে আমাদের পরিবারের সদস্যরা প্রায় সময় সর্দি, কাঁশিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, পরিবেশ দুষণজনিত কারণে বাংলাদেশে যেখানে ২৮ শতাংশ মৃত্যু হয়। এ ছাড়াও শিশুদের বুদ্ধিমত্তার বিকাশ ব্যাহত এবং স্নায়ুর ক্ষতি, গর্ভবতী মহিলাদের শারীরিক ক্ষতি, চোখ, শ্বাসতন্ত্রের ক্ষতি, ক্যান্সার ও হৃদরোগ ইত্যাদি রোগ হতে পারে। উল্লেখ্য, সৃষ্ট বর্জ্য ও নিষ্কাশিত দূষিত পানি স্থানীয় পরিবেশ দূষণ করায় একই কোম্পানীকে ১২ লাখ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর, সিলেট অঞ্চল।