নাছির উদ্দিন লস্কর ,চুনারুঘাট।। চুনারুঘাট উপজেলার ১০ নং মিরাশী ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান জনাব রমিজ উদ্দিনের উদ্যোগে দীর্ঘ ২৫ বছর পর অত্র ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের গোয়াছপুর গ্রামের আটঘরিয়া বাড়ির রাস্তাটি ইট সলিং করে রাস্তা সংস্কার করে দিয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) চেয়ারম্যান রমিজ উদ্দিন নিজে উপস্থিত থেকে রাস্তার কাজ উদ্বোধন করেন। পরে বক্তব্য কালে তিনি বলেন, ইউনিয়নের বিভিন্ন স্থানে কাজের এই ধারাবাহিকতা বজায় রাখছেন তিনি। এবং ইউনিয়নে চলাচলের অনুপযোগী সকল রাস্তা তিনি সংস্কার করে দিবেন।
স্থানীয় একব্যাক্তি আবু মিয়া জানান, বর্ষায় অনেক কাদা হয়ে যেত। রাস্তাটি সলিং হওয়ায় অনেক উপকার হয়েছে। তার জন্য চেয়ারম্যান সাহেব এর প্রতি কৃতজ্ঞ আমরা।