রাজন মিয়া : জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে মাছ চাষের উপর পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার রানীগাঁও গ্রামের মৎস্য চাষী আব্দুল হামিদের বাড়িতে মৎস্য সভা অনুষ্টিত হয়।

ছবি : চুনারুঘাটের রানীগাঁওয়ে মাছ চাষের উপর সভা অনুষ্ঠিত হয়
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ নুরে আলম সিদ্দিকী, ক্ষেত্র সহকারী আব্দুল মোসাব্বির, সাংবাদিক কাজী মাহমুদুল হক সুজন,রাজন মিয়া, মেহেরুন্নেছা প্রমুখ।
পরে মৎস্য চাষী আব্দুল হামিদের চাষের পানি ও মাটি পরীক্ষা করে স্থানীয় পারকুলে গ্রীনল্যান্ড পার্কের লেকের মৎস্য চাষ পরিদর্শন করা হয়।