নাছির উদ্দিন লস্কর, চুনারুঘাট ।। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে পাচারকালে ১২০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল বুধবার (১২ আগস্ট) কাস্টমস কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত ইলিশ মাছগুলো প্রকাশ্যে নিলামের মাধ্যমে বিক্রি করে দেওয়া হয়।
ঘটনাসূত্রে জানা যায়, বাল্লা সীমান্তবর্তী এলাকা দিয়ে ৫টি প্লাস্টিকের ঝুড়িতে ভর্তি করে ১২০’কেজি ইলিশ মাছ ভারতে পাচারের খরব পেয়ে বিজিবি ক্যাম্প কমান্ডার আইয়ূব আলীর নেতৃত্বে ধাওয়া করলে পাচারকারীরা দৌড়ে পালিয়ে যায়, পরে বিজিবি সদস্যরা ঝুড়ি গুলা উদ্ধার করে।
উদ্ধারের পর মাছ গুলো বাল্লা সীমান্ত এলাকার কাস্টমস কর্মকর্তা ইন্সপেক্টর এস এম আব্দুল আহাদ, বিজিবি সদস্যদের উপস্থিতিতে প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়।