ঢাকাFriday , 15 March 2024
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটের প্রকৌশলী ও সার্ভেয়ারের বিরুদ্ধে উৎকোচ গ্রহণের অভিযোগ

এম এ রাজা
March 15, 2024 9:46 am
Link Copied!

চুনারুঘাট এলজিইডি অফিসে কর্মরত উপজেলা প্রকৌশলী দিপক দাস ও সার্ভেয়ার আবুল কালাম আজাদ এর বিরুদ্ধে উৎকোচ গ্রহণের অভিযোগ করেছেন মোঃ আব্দুল হান্নান নামের এক ঠিকাদার।এ বিষয়ে তিনি হবিগঞ্জের জেলা প্রশাসকের কাছে গত ১৩ মার্চ লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন ২০২২-২০২৩ অর্থ বছরে চুনারুঘাট উপজেলাধীন শানখলা চানভাঙ্গা বাজার রাস্তা ২ কিলোমিটার টেন্ডারে পেয়ে যান। কাজ পাওয়ার পর পাথর ও বিটুমিনের দাম বেড়ে যায় এতে কাজ করতে গিয়ে তার অনেক লস হয়। কাজ শেষ করে বিলের জন্য প্রকৌশলী দিপক দাস এর কাছে গেলে ওই ব্যক্তির কাছে ১ লক্ষ ৫০ হাজার টাকা ঘুষ দাবী করে না হলে বিল হবে না। তখন তিনি অনুরোধ করার পর ১ লক্ষ টাকা ঘুষ দিয়ে বিল উত্তোলন করেন। অভিযোগকারীর দাবি ১ লক্ষ টাকা ঘুষ দেওয়ার সাক্ষী ও রেকর্ডিং আছে।

উপজেলা প্রকৌশলী দিপক দাসের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।সার্ভেয়ার আবুল কালাম আজাদকে কল করলে তিনি রিসিভ করেননি।