চুনারুঘাট প্রতিনিধি : গত বৃহস্পতিবার (২৯ এপ্রিল) চুনারুঘাট উপজেলার ৫নং শানখলা ইউনিয়নের পানছড়িতে নির্মীয়মাণ পানছড়ি ইকো রিসোর্ট প্রকল্প পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ইশরাত জাহান। এসময় উপস্থিত ছিলেন মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (উপসচিব), হবিগঞ্জ, উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ, নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, হবিগঞ্জ, সহকারী কমিশনার (ভূমি) জনাব মিলটন চন্দ্র পাল, চুনারুঘাট, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, সাংবাদিক সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ।

ছবি : চুনারুঘাটের পানছড়ি ইকো রিসোর্ট প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ইশরাত জাহান
জেলা প্রশাসক মহোদয় পানছড়ি ইকো রিসোর্ট বাস্তবায়ন বিষয়ে সার্বিক খোঁজ খবর নেন। এ সময় নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, হবিগঞ্জ জেলা প্রশাসক মহোদয়কে বাস্তবায়িত প্রকল্প সর্ম্পকে পূর্ণাঙ্গ ধারণা প্রদান করেন। জেলা প্রশাসক মহোদয় নির্ধারিত প্রাক্কলন ও স্পেসিফিকেশন অনুযায়ী কাজ সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, হবিগঞ্জ কে অনুরোধ করেন। একই সাথে এই ইকো রিসোর্ট এর অবকাঠামোর নিরাপত্তা ও সঠিক ব্যবস্থাপনার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কে নির্দেশনা প্রদান করেন।