এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট ।। হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা হতে বিগত কিছু দিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সাদেক ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল পরিবর্তনের নামে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে আটক হয়েছে।
তাঁর সাথে আটক আরেকজন সহ মোট দুজনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। আসামিরা সেখানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ফলাফল পরিবর্তনের কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে আটকৃত দুই প্রতারক মাসুম রানা রনি (২৪) ও মো. আব্দুর রহিম সাদেককে (২২) বৃহস্পতিবার দুপুরে সিএমএম কোর্টে তোলা হয়েছিলো। তিনি আরও বলেন, আদালাতে আসামিরা স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছেন। সেখানে তারা এই কাজের সাথে দীর্ঘদিন ধরে তারা জড়িত বলে জানিয়েছেন। এরপর তাদের রিমান্ড না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ওসি আবুল হাসান আরো বলেন, এ ঘটনার সাথে তাদের সহযোগী হিসেবে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করা হচ্ছে।
উল্লেখ্য, এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তি প্রকাশ করে দুজনের আটকের বিষয়টি নিশ্চিত করেছে।