চুনারুঘাটের দেওরগাছে শেকড় সামাজিক সংগঠনের ১ম কার্যনির্বাহী কমিটি গঠন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 7 August 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটের দেওরগাছে শেকড় সামাজিক সংগঠনের ১ম কার্যনির্বাহী কমিটি গঠন

Link Copied!

 

চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটের ৩ নং দেওরগাছ ইউনিয়নের শেকড় সামাজিক সংগঠনের কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) সংগঠনের আজীবন সদস্য ইঞ্জিনিয়ার তৌফিক আহমেদ, আজীবন সদস্য এস এম মিজান, সাধারণ সম্পাদক মো. রুয়েল তালুকদার, সভাপতি স্বপন তরফদার, ৩ নং দেওরগাছ ইউপির প্রধান উপদেষ্টা সৈয়দ এ এস এম শামীম এই কমিটি অনুমোদন করেন।

৩১ সদস্যের কমিটিতে মাওলানা আবুল কাশেম আল আবেদীকে সভাপতি এবং মোহাম্মদ ফারুক আহম্মদ সৈকতকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার রাসেল; সহ-সভাপতি মোঃ দুলাল মিয়া; সহ-সভাপতি মোঃ আজিজুল হক বকুল; সহ-সভাপতি মিঃ সুব্রত দেব; সহ-সাধারণ সম্পাদক মোঃ আশিক মিয়া; সাংগঠনিক সম্পাদক মোঃ খাজা নিজাম উদ্দিন; সহ-সাংগঠনিক সম্পাদকঃ মোঃ আমিনুল ইসলাম মিশন; অর্থ সম্পাদক মোঃ জসিম উদ্দিন মেম্বার; সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ লুতফুর রহমান মিলন; দপ্তর ও প্রচার সম্পাদক কামরুল হাসান শাকিম; সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আব্দুস শহিদ; মহিলা সম্পাদক নাদিয়া আক্তার; শিক্ষা/ছাত্র বিষয়ক সম্পাদক সুমন মাহমুদ (মাস্টার); আইন বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল সিদ্দিকী। নির্বাহী সদস্যরা হলেন মোঃ আজিজুল হক, সৈয়দ শাহেদ, এইচ এম ইউনুস মিয়া, এডভোকেট মোঃ মাহফুজ মিয়া, মোঃ মিলন মিয়া।

কমিটিতে সাধারণ সদস্য হিসেবে আছেন, মোঃ আব্বাছ আলী কনা, মোঃ ছুরুক আলী, মোঃ নজরুল ইসলাম বকুল, মোঃ আব্দুল হক, মোঃ আসাদ আহম্মদ, মোঃ সুমন খাঁন, মোঃ মোনায়েম মিয়া, মোঃ হাবিবুর রহমান, সফিকুর রহমান চঞ্চল, কবি মোঃ শিপন প্রমুখ।

উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, এডভোকেট হারুনুর রশীদ সিয়াব ৩নং দেওরগাছ ইউনিয়নের নব গঠিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, এ কমিটি যোগ্য নেতৃত্বের মাধ্যমে মানুষের আস্থারস্থলে পরিণত হবে। শেকড়ের বন্ধনকে অটুট ও দৃঢ় করতে এ কমিটি কাজ করে যাবে।

নবনির্বাচিত সভাপতি মাওলানা মুহাম্মদ আবুল কাশেম আল-আবেদী বলেন, শেকড় কেন্দ্রীয় প্যানেল আমাদের যে, গুরুত্ব পূর্ণ দ্বায়িত্ব দিয়েছেন, তা দৃঢ়ভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক, এম,এফ,এ ফারুক বলেন- আধুনিক ও প্রগতিশীল সমাজ বিনির্মানে সুশিক্ষিত ও যুব সমাজের ভূমিকায় ক্ষুদ্র এ প্রয়াসের সঙ্গে আমাকে যুক্ত করায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা আমার স্বপ্ন। আমি চাই সমাজকে নতুন কিছু উপহার দিতে। আমাদের দেশে স্বেচ্ছাসেবী সংগঠন দিনদিন বৃদ্ধি পাচ্ছে। সমাজের তরুণরা স্বেচ্ছাসেবী কাজে এগিয়ে আসছে। তরুণরাই পারে সমাজকে বদলে দিতে। একই সাথে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করি।

কেন্দ্রীয় কমিটির সভাপতি এন স্বপন তরফদার বলেন, শেকড় সামাজিক সংগঠন ২০১০ সাল হতে ভাতৃত্ব বন্ধন দৃঢ় করার জন্য কাজ করছে। নতুন কমিটি কেন্দ্রীয় কমিটির সকল আদেশ নিষেধ যথাযথ ভাবে পালন করবেন। নতুন কমিটির মাধ্যমে আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় বলে আমি বিশ্বাস করি।