চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাটে ঘরের চালে আম পড়ার অপরাধে এক শিক্ষার্থীকে দিনভর তালা বদ্ধ করে রাখার অপরাধে ২ নং আহম্মাদাবাদ ইউপির ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুর রহমান সাফু’র বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন এক স্কুল শিক্ষক। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। উদ্ধার করার সময় পুলিশের সাথে অশোভন আচরন করেছেন ওই ইউপি সদস্য।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২জুন) সন্ধ্যায় আহম্মাদাবাদ ইউনিয়নের ছয়শ্রী গ্রামে। পুলিশ ও এলাকাবাসীরা জানায়,ছয়শ্রী গ্রামের স্কুল শিক্ষক হাবিবুর রহমানের পুত্র অলিউর রহমান তার বাড়ির গাছ থেকে আম পাড়ার সময় কয়েকটি আম ইউপি সদস্য শফিকুর রহমান শাফুর ঘরে চালে পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে শাফু মেম্বার অলিউরকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে রাখে। খবর পেয়ে শিক্ষক হাবিবুর রহমান বিষয়টি লিখিত ভাবে চুনারুঘাট থানাকে অবহিত করেন।
অভিযোগ পেয়ে সাব ইন্সপেক্টর শহিদুল ইসলাম পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান এবং শিশুটিকে তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার করেন। শহিদুল জানান,অলিউর রহমান এ বছর এসএসসি পরীক্ষায় কৃতকার্য হয়েছে। তারা পরিবারে চুনারুঘাট সদরে বসবাস করেন। ঘটনার দিন আম পাড়তে অলিউর বাড়িতে যায় এবং গাছ থেকে আম পাড়ে। এ সময় কয়েকটি আম শাফু মেম্বারের ঘরে চালে পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে অলিউরকে ঘরের মধ্যে আটকে রাখেন মাফু মেম্বার। শাহিদুল বলেন,শাফু মেম্বার পুলিশরে সাথেও খারাপ আচরন করেছেন।
এ ব্যপারে শফিকুর রহমান শাফু বলেন,তিনি পুলিশের সাথে কোন খারাপ আচরন করেননি। হাবিবুর রহমান বলেন,শাফু মেম্বারের অত্যাচারে তিনি বাড়ি থেকে অন্যত্র বসবাস করছেন। গত কয়েকদিন আগে নিজস্ব ক্ষমতাবলে অবৈধভাবে বালু উত্তোলন করে প্রাচারকালে প্রতিবাদ করায় সরকারী এক কর্মচারীকে মারপিঠ করার কারনে জেল হাজতেও গিয়েছিলেন।