চুনারুঘাটের চা বাগানে চক্ষু শিবির অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 22 September 2024

চুনারুঘাটের চা বাগানে চক্ষু শিবির অনুষ্ঠিত

এফ এম মায়া
September 22, 2024 7:48 pm
Link Copied!

চুনারুঘাটে সক্ষমতা প্রকল্পের আওতায় চান্দপুর চা বাগানে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দিনব্যাপী ৩নং দেওরগাছ ইউনিয়নের চাঁন্দপুর চা বাগানে চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছে।

কারিতাস বাংলাদেশ,সিলেট অঞ্চলের আওতাধীন উপজেলার আদিবাসী জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সক্ষমতা প্রকল্প ধাপ-৫ এর সহযোগিতায় ও মৌলভীবাজার বি.এন.এস.বি চক্ষু হাসপাতাল মাতার কাপন’র আযোজনে জোয়াল ভাঙ্গা, বেগমখান, গিলানী, লস্করপুর, চন্ডীছড়া ও চাঁন্দপুর চা বাগানের ১২২ জন রোগী অংশগ্রহণ করে। উক্ত চক্ষু চিকিৎসা শিবির এ ৩০ জনকে চশমা,ঔষধ দেয়া হয়েছে। এবং ৫০ জন রোগীর ছানি অপারেশন করার জন্য মৌলভীবাজার বি.এন.এস.বি চক্ষু হাসপাতাল, মাতার কাপন-এ নেয়া হয়েছে।

এসময় জোয়াল ভাঙ্গা চা বাগানের পঞ্চায়েত সভাপতি সৌমিত্র কর্মকার, চাঁন্দপুর চা বাগানের পঞ্চায়েত সভাপতি সাধন সাঁওতাল সক্ষমতা প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, ফিল্ড এ্যনিমেটর নরেন্দ্র পাত্র,শিমন তালাং, জোয়াল ভাঙ্গা চা বাগান ক্রেডিট ইউনিয়নের সভাপতি, যুব ফোরাম এবং নারী ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়