চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে মাদকবিরোধী পথ সভা অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 23 July 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে মাদকবিরোধী পথ সভা অনুষ্ঠিত

Link Copied!

 

মোঃ সাইদুল ইসলাম : চুনারুঘাট উপজেলার ১’নং গাজীপুর ইউনিয়নে পরিষদে মাদকবিরোধী পথ সভা করেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক।

বুধবার (২২ জুলাই) সন্ধার মাগরিবের নামাজের পর আসামপাড়া বাজারে উপস্থিত লোকজনদের কে নিয়ে গাজীপুর ইউনিয়নে এ মাদকবিরোধী পথ সভা অনুষ্ঠিত হয়।

এসময় তিনি ইউনিয়ন বাসীদের উদ্দেশ্য করে বলেন পুরনো ইতিহাস ভুলে নতুন ইতিহাস গঠনের লক্ষ্য অর্জন করতে যাচ্ছে চুনারুঘাট থানা পুলিশ, এতে সাধারণ মানুষের সাহায্য প্রয়োজন।ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও সর্বস্তরের মানুষদের নিয়ে তিনি এই ইতিহাস গড়তে চান। ইতিমধ্যে চুনারুঘাট উপজেলার সকল মাদক ব্যবসায়ীদের তালিকা করা হচ্ছে। কিছু দিনের মধ্যেই এই তালিকা প্রতিটি ইউনিয়ন পরিষদসহ বাজারে বাজারে লিস্টের বোর্ড দেওয়া হবে যে তারা মাদক ব্যবসায়ী।

 

ছবি: মাদকবিরোধী পথ সভায় ওয়ার্ড মেম্বার ও সর্বস্তরের সাধারন মানুষ।

 

তিনি আরো বলেন, তাদেরকে সামাজিক বয়কট করতে হবে, তাদের কাছে কোন প্রকার খাদ্যদ্রব্য বিক্রি করা যাবে না। যারা মাদক ব্যবসায়ীদের কাছে খাদ্যদ্রব্য বিক্রি করবে তাদেরকে মাদক আইনে আওতায় আনা হবে। এমনকি মাদক ব্যবসায়ীদের বাড়ির বৈদ্যুতিক লাইন কাটার ব্যবস্থা করা হচ্ছে।

তিনি ইউনিয়ন বাসীকে একটি সু-খবর দেন যারা মাদকের পথ থেকে আলোর পথে আসতে চায় তাদেরকে সুযোগ দেওয়া হবে। প্রয়োজনে তিনি ওনাদের জন্য উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে কথা বলে তাকে যেন ভালো পথে আসার সুযোগ দেওয়া হয় সেই সুবিদা করে দেওয়া হবে। যারা দরিদ্র ছোট মাদক ব্যবসায়ী আছেন তারা যদি আলো পথে আসতে চায় তাদের পূর্ণবাসন করে দেওয়া হবে। তারা যেন ঋন নিয়ে সৎ পথে উপার্জন করতে পারে সেই সুবিধা করে দেওয়া দিবেন।

এসময় মাদকবিরোধী সভায় উপস্থিত ছিলেন ১ নং গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার ও সর্বস্তরের সাধারন মানুষ।

 

ছবি: মাদকবিরোধী পথ সভায় অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক।