রায়হান আহমেদ : চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ নিজের শরীরের রক্ত দিলেন ক্যান্সারে আক্রান্ত জবাকে।
রোববার (২৬জুলাই) তার কার্যালয়ে চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামের জবাকে তিনি ব্লাড ডোনেট করেন।
এডভোকেট মোস্তাক আহাম্মদ বাহার এর ফেইসবুক পোস্ট দেখে ক্যন্সার আক্রান্ত জবাকে রক্ত দিতে এগিয়ে আসেন ইউএনও সত্যজিত রায় দাশ।

ছবি : রক্ত দিচ্ছেন চুনারুঘাট্ উপজেলার ইউএনও সত্যজিত রায় দাশ
মোস্তাক বাহার জানান, চুনারুঘাট পৌরসভার আমকান্দি এলাকার বাসিন্দা ক্যান্সার আক্রান্ত জবা ফরাজি দীর্ঘদিন দরে মরণব্যাধি ক্যান্সারে ভুগছে। তাকে নিয়মিত রক্ত নিতে হয় বেঁচে থাকার জন্য।আমার ফেইসবুক পোস্ট দেখে রক্ত দিতে আগ্রহ প্রকাশ করেন উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ।
সত্যজিত রায় দাশ দৈনিক আমার হবিগঞ্জ কে জানান, মানুষ মানুষের জন্য। মানবতা বেঁচে থাকুন অনন্তকাল সকলের মাঝে। মানবতার টানেই আমার ব্লড ডোনোট করা।