চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটের কুখ্যাত বনদস্যু রমজানকে গ্রেফতার করেছে থানা-পুলিশ। বৃহস্পতিবার (১২মার্চ) চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হকের নেতৃত্বে এএসআই মাহমুদ হাসান, শরীফ হোসেন, কামাল হোসেন, উস্তার মিয়া ইমন সহ একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পলাতক আসামী রমজান মিয়া (৩৫)কে মিরাশি ইউনিয়নের কাগিয়ার বাজারের পিছনের বাগান থেকে গ্রেফতার করেন।
সে গাজীপুর ইউনিয়নের কবিলাশপুর গ্রামের মোঃ আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে।
তার বিরুদ্ধে ১টি সাজা ওয়ারেন্ট ছাড়াও বিভিন্ন অপরাধে ১৯ টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক জানান, রমজান মিয়া বহু অপকর্মের হোতা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুনারুঘাট থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।