পলাশ পাল : চুনারুঘাটের কুখ্যাত গাঁজা ব্যবসায়ী কনা ফকিরের আস্তানায় ভ্রাম্যমান আদালত পরিচালানা করা হয়েছে।
(১৩ মার্চ)শনিবার রাত ১২ টায় গাঁজাসহ ৬ জন কে হাতেনাতে আটক করে চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ, ওসি তদন্ত চম্পক দাম,এসআই সম্রাটসহ একদল পুলিশ।
আটক ৬ জন কে তিন মাস করে কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মিল্টন চন্দ্র পাল।
দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হল- আমিনুর রশীদ ,বাবুল মিয়া,আঃ আউয়াল ,ইলিয়াস মিয়া,মোস্তফা মিয়া ও জুয়েল মিয়া
উল্লেখ্য কনা ফকির দীর্ঘদিন যাবৎ এলাকার কিছু নামধারী নেতা-পাতি নেতাদের প্রত্যক্ষ মদদে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। মাদক ব্যবসায়ীদের আটকের সময় উপজেলা যুবলীগের সেক্রেটারী কেএম আনোয়ার হোসেন লোকজন নিয়ে পুলিশের উপর চড়াও হন।এবং তাদের কে ছাড়িয়ে নিতে জোরজবরদস্তি করার একটি ভিডিও রেকডিং পাওয়া যায়।
এদিকে এলাকাবাসীর বহু কাংক্ষিত কনা ফকিরের মাদকের আস্তানায় প্রশাসনের এমন অভিযান কে স্বাগত জানিয়েছেন- চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আঃ কাদির লস্কর,ইউপি চেয়ারম্যান সনজু চৌধুরী,উপজেলা আ’লীগের সহ সভাপতি প্রাক্তন চেয়ারম্যান হাজি আঃ লতিফ,উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা সম্পাদক হাছন আলী, ইউনিয়ন আ’লীগের সভাপতি অধ্যক্ষ মোঃ আলা উদ্দিন,সেক্রেটারি প্রফেসর আবু নাসের,সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান,সমাজ সেবক জাকির হোসেন পলাশ,তোফাজ্জল মহালদার,শামসুল আলম ফুল মিয়াসহ শিক্ষক মন্ডলী,শুশীল সমাজ,সাংবাদিকসহ ও সাধারণ জনগন।