চুনারুঘাটের ওসি নাজমুল হকের উদ্যোগে অসহায়দের মধ্যে ত্রাণ বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 14 May 2020
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটের ওসি নাজমুল হকের উদ্যোগে অসহায়দের মধ্যে ত্রাণ বিতরণ

Link Copied!

আবেদ আলী; চুনারুঘাট :   দেশের এ ক্রান্তিলগ্নে দেশের সাধারণত মানুষ গুলো  খেয়ে না খেয়ে দিন পার করছে এর খবর ক’জনই বা রাখছে।দেশের এ ক্রান্তিলগ্নে সাধারণত মানুষের মুখে হাসি ফোটাতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক। এ কঠিন সময়ে চুনারুঘাট থানার বেকার কর্মহীন দরিদ্র গরীবদেরকে  খাদ্য সামগ্রী দিয়ে গরীবদের মুখে হাসি ফোটালেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ( ওসি) শেখ নাজমুল হক।
তিনি (শেখ নাজমুল হক) করোনায় আক্রান্ত থাকা সত্বেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অসহায় মানুষের খোঁজখবর নিয়ে মানব সেবা চালিয়ে যাচ্ছেন । ত্রাণ সামগ্রী পেতে ফেসবুক মেসেঞ্জার ও মোবাইল এসএমএস করেন বিভিন্ন লোকজন। এর মধ্যে বেশ কিছু অসহায় গরীবদেরকে খাদ্য সামগ্রী উপজেলার বিভিন্ন অঞ্চলে থানার ইন্সপেক্টর (তদন্ত) ও সেকেন্ড অফিসার অলক বড়ুয়ার মাধ্যমে পৌঁছে দিয়েছেন।
বৃহস্পতিবার (১৪মে) উপজেলার সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চলের গোলগাঁওসহ বিভিন্ন অঞ্চলের অসহায় গরীবদেরকে ওসির দেয়া খাদ্য সামগ্রী সংবাদকর্মী নুর উদ্দিন সুমনের মাধ্যমে সাদা বস্তার একটি প্যাকেটে প্রত্যেকের হাতে খাদ্য উপহার তুলে দেয়া হয়। ইন্সপেক্টর তদন্ত চম্পক  বলেন, আমাদের ওসি স্যার করোনা পজিটিভের পর হোম কোয়ারেন্টাইনে আছেন এবং বর্তমানে তিনি সুস্থ আছেন। স্যারের নির্দেশে উপজেলার বিভিন্ন অঞ্চলে মানুষের হাতে পৌঁছে দিচ্ছি দুর্যোগ মুহূর্তের সবচেয়ে বড় উপহার খাদ্য সহায়তা।
আমাদের এ কার্যক্রম অব্যাহত রয়েছে। করোনা ভাইরাসের আক্রমণ  শুরু হওয়ার পর থেকে প্রত্যান্ত অঞ্চলসহ জেলার বিভিন্ন স্থান থেকে কর্মহীন অসহায় দিনমজুর ও মধ্যেবিত্তরা মোবাইল ফোনে ও সামাজিক যোগাযোগ মাধ্যম মেসেঞ্জারে তাদের দুঃখের কথা জানান, আর তিনি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করে খাদ্য সামগ্রী গরীবদের বাড়িতে পৌঁছে দেওয়া ব্যবস্থা  করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ওসি শেখ নাজমুল হকের পক্ষ থেকে এই পর্যন্ত মুঠোফোন ও এসএমএস এর মাধ্যমে উপজেলার অধিকাংশ গরীব দেখে উপহার হিসেবে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। যারাই ফোনে সহযোগিতা চেয়ে কল করছেন তাদের বাড়িতে দ্রুত পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্য সামগ্রী। এতে করে উপকৃত হচ্ছেন প্রত্যন্ত গ্রামাঞ্চলের নানা বয়সী অসহায়-কর্মহীন মানুষজন।

সেকেন্ড অফিসার অলক বড়ুয়া জানান, এর আগে থানা প্রাঙ্গনে প্রতিবন্ধী, ভিক্ষুক, রিক্সা চালকসহ অসংখ্য পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এমন মানবিক কার্যক্রমপ্রতিদিনই চলছে। এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, আলু, ডাল, তেল ও লবন।

 

এ বিষয়ে ওসি শেখ নাজমুল হক দৈনিক আমার হবিগঞ্জকে বলেন, করোনা ভাইরাসের কারণে চলমান লকডাউনে মানুষজন কর্মহীন হয়ে পড়েছেন। তাই আমি মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছি। যারা কল এবং এসএমএস করছে তাদের বাড়িতে আমাদের পুলিশের মাধ্যমে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি। তিনি সমাজে অনেক বিত্তশালী আছেন। তাদের প্রতি আহ্বান- গরীব, অসহায়, কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আরও বলেন, যেকোন পরিস্থিতিতে মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে থানা পুলিশের এ কার্যক্রম চলমান থাকবে।