আবেদ আলী : হবিগঞ্জের চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়নের ৫’শ পরিবারের মাঝে চাউল ও মাস্ক বিতরণ করা হয়।
আজ (৮ জুলাই) দুপুরে আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদে এর উদ্বোধন করেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। এসময় তিনি বলেন, কোরোনা মহামারিতে বিশ্ব এখন বিপর্যস্ত। বাংলাদেশে এর প্রভাব দিনদিন বাড়ছে। আমি সকলকে স্বাস্থবিধি মেনে চলার অনুরোধ করছি। যতদিন করোনা আছে ততদিন জনগনের পার্শে থাকবো !
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় চেয়ারম্যান সনজু চৌধুরী, ইউনিয়ন সেক্রেটারি মাসুদ আহম্মদ, ইউপি সদস্য দুলাল ভুইঁয়া, ফরিদ মিয়া, সমাজ সেবক জাকির হোসেন পলাশ, শামীম আজাদ ও যুবলীগ নেতা হাবিবুর রহহমান শামসু প্রমুখ।
এ দিকে ২নং ওয়ার্ডের মেম্বার সফিকুর রহমান শাপু, ৮নং ওয়ার্ডের মেম্বার মাখন গোস্বামী ও ৯ নং ওয়ার্ডের মেম্বার নটবর রোদ্রপাল নিজনিজ ওয়ার্ডে চাউল ও মাস্ক পৌছে দেন।